
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (২৫) নামের এক নারী।
সদ্য সন্তানের মা হওয়া রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ী গ্রামের সেলিম আহমেদ এর স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্ট শ্রমিক।
শুক্রবার (০৯ মে) রাতে ঢাকা-দিনাজপুর রুটের ফুলবাড়ী পার্বতীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। পরে ট্রেনটি দিনাজপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। সেখান থেকে দিনাজপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, মাতৃত্বকালীন ছুটি নিয়ে একতা ট্রেনের ‘ঠ’ বগিতে করে ননদকে সঙ্গে নিয়ে নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও পীরগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা হন রিনা বেগম। ট্রেনটি ফুলবাড়ী স্টেশন অতিক্রম করে পার্বতীপুর স্টেশনে প্রবেশের আগেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় ওই বগিতে থাকা পুরুষ যাত্রীরা বের হয়ে যায়। সেখানে নারী যাত্রীদের সহযোগিতায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী।
দিনাজপুর স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে স্টেশনে আসেন। সেই এ্যাম্বুলেন্সে করে প্রসূতি মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করি। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসাধীন রয়েছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক নাজমুল হোসেন জানায়, মা সুস্থ থাকলে শিশুটি নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। নবজাতকটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।