০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস -এর বিপরীতে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই বাংলাদেশীর নাম আজিজুর রহমান। সে জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা মরতুজা আলীর ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। পরে তিনজন দ্রুত পালিয়ে আসতে পারলেও একজনকে আটক করে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময়ঃ ০৬:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস -এর বিপরীতে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই বাংলাদেশীর নাম আজিজুর রহমান। সে জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা মরতুজা আলীর ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। পরে তিনজন দ্রুত পালিয়ে আসতে পারলেও একজনকে আটক করে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।