১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ৪ বস্তা যৌন উত্তেজক ভায়াগ্রা পাউডার জব্দ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে ৬০ লক্ষ্য ৪৫ হাজার টাকা মূল্যের পাঁচমণ যৌন উত্তেজক ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

শনিবার (১৭ মে) বিকালে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র পক্ষ থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে বেনাপোল বাজারে অবস্থিত এসএ পরিবহনে চোরাকারবারীরা যৌন উত্তেজক ভ্রয়াগ্রার পাউডারের চালান বুকিং করার সময় বিজিবি জব্দ করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের বিশেষ টহলদল বেনাপোল বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে এসএ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশি করতে গেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভ্যান থেকে ২০১ কেজি ওজনের চার বস্তা ভ্রয়াগ্রা পাউডার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৬০ লক্ষ ৪৫ হাজার টাকা।

অপরদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা ভারত হতে অবৈধ পন্থায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মাদক, যৌন উত্তেজক ঔষধ ভায়াগ্রা ট্যাবলেট তৈরির সরঞ্জামসহ নানা ধরণের ঔষধ, মোবাইল ও পণ্যসামগ্রী এনে তার সিংহভাগ এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঁচার করে থাকে। কিছুদিন আগেও আমড়াখালী চেকপোস্টে বেনাপোল থেকে ঢাকাগামী এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে পাচারকারীদের প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের মোবাইল ও পণ্যসামগ্রী জব্দ করে বিজিবি সদস্যরা। এছাড়া অনেকবার এসএ পরিবহন থেকে চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। তবে মাঝে মধ্যে দু’একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোওয়ার বাইরে। বর্তমানে চোরাকারবারিদর পণ্য পরিবহনের নিরাপদ বাহন এসএ পরিবহন এমনটি জানান তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

নওপাড়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন, আহ্বায়ক মহসিন সদস্য সচিব সুমন

বেনাপোলে ৪ বস্তা যৌন উত্তেজক ভায়াগ্রা পাউডার জব্দ

প্রকাশের সময়ঃ ১০:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

 

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে ৬০ লক্ষ্য ৪৫ হাজার টাকা মূল্যের পাঁচমণ যৌন উত্তেজক ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

শনিবার (১৭ মে) বিকালে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র পক্ষ থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে বেনাপোল বাজারে অবস্থিত এসএ পরিবহনে চোরাকারবারীরা যৌন উত্তেজক ভ্রয়াগ্রার পাউডারের চালান বুকিং করার সময় বিজিবি জব্দ করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের বিশেষ টহলদল বেনাপোল বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে এসএ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশি করতে গেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভ্যান থেকে ২০১ কেজি ওজনের চার বস্তা ভ্রয়াগ্রা পাউডার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৬০ লক্ষ ৪৫ হাজার টাকা।

অপরদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা ভারত হতে অবৈধ পন্থায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মাদক, যৌন উত্তেজক ঔষধ ভায়াগ্রা ট্যাবলেট তৈরির সরঞ্জামসহ নানা ধরণের ঔষধ, মোবাইল ও পণ্যসামগ্রী এনে তার সিংহভাগ এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঁচার করে থাকে। কিছুদিন আগেও আমড়াখালী চেকপোস্টে বেনাপোল থেকে ঢাকাগামী এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে পাচারকারীদের প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের মোবাইল ও পণ্যসামগ্রী জব্দ করে বিজিবি সদস্যরা। এছাড়া অনেকবার এসএ পরিবহন থেকে চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। তবে মাঝে মধ্যে দু’একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোওয়ার বাইরে। বর্তমানে চোরাকারবারিদর পণ্য পরিবহনের নিরাপদ বাহন এসএ পরিবহন এমনটি জানান তারা।