
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচিত হন।
সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা ক্রেস্ট সনদ সহ ফুলের শুভেচ্ছা গ্রহন করেন সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।
সাতক্ষীরা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য যে, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বিগত সরকারের আমলে দলীয় প্রতিক ধানেরশীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অতি সুনামের সাথে জনসেবা ও অত্র ইউনিয়নে যথাযথা উন্নয়নমুখী কাজ করে সুখ্যাতিপ্রাপ্ত হয়েছেন। তিনি প্রতিকূল পরিবেশে জনগনের ভালোবাসায় টানা বার বার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।