১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন

 

সাতক্ষীরাঃ শুক্রবার ১৮ জুলাই ২০২৫ খ্রি: তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুভ উদ্বোধন করেন মোঃ মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন-২০২৫ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক (খুলনা রোড মোড়, নারিকেল তলা মোড়) প্রদক্ষিণ করে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। এসময়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার শুরুতেই প্রতীকী ম্যারাথন-২০২৫ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা। এই ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বাবু-রাজ্জাক প্যানেল বিজয়ী

সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন

প্রকাশের সময়ঃ ০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

 

সাতক্ষীরাঃ শুক্রবার ১৮ জুলাই ২০২৫ খ্রি: তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুভ উদ্বোধন করেন মোঃ মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন-২০২৫ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক (খুলনা রোড মোড়, নারিকেল তলা মোড়) প্রদক্ষিণ করে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। এসময়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার শুরুতেই প্রতীকী ম্যারাথন-২০২৫ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা। এই ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।