
ফরিদপুরঃ আজ ১৯ জুলাই রোজ শনিবার বিকালে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে এবং বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের সহায়তায় মধুখালী উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার ৯ টি ওয়ার্ডে তরুন ও যুবকদের ভিতরে ফুটবল বিতরন করা হয়।কামারখালী হাই স্কুল মাঠে এই ফুটবল বিতরনের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের পরিচালনায় ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহারিয়ার হোসেন শিথিল, সদস্য সচিব ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাকিব হোসেন চৌধুরী ইরান, চেয়ারম্যান কামারখালি ইউনিয়ন পরিষদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। শেখ প্লাবন, যুগ্ম আহবায়ক ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। ওমর ফারুক, আহবায়ক মধুখালী উপজেলা ছাত্রদল। সাদ্দাম আরেফিন, সদস্য সচিব মধুখালী উপজেলা ছাত্রদল।
মনিরুজ্জামান মিনার, যুগ্ম আহবায়ক মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিপ্লব বিশ্বাস মিল্টন, সাইদুজ্জামান টিটু, সাদেক বিশ্বাস, তাবীব হাসান ইমন, বরকত বিশ্বাস, শিমুল ব্যানার্জী, মেহেদী হাসান, মাসুম আল মাসুদ, রইচ শেখ, হানিফ শেখ, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।