
ঢাকাঃ উত্তর গাজার জিকিম ক্রসিং ও দক্ষিণের রাফা ও খান ইউনুসে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনাহারে আরও ১৯ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (স্থানীয় সময়) এই হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলের অব্যাহত অবরোধ গাজায় তীব্র খাদ্য সংকটে গত এক দিনে অনাহারে আরও অন্তত ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
জিকিমে, জাতিসংঘের একটি ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় জড়ো হওয়া বিশাল জনতার ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে অন্তত ৭৯ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৯ জন নিহত হন, যেখানে এক দিন আগেই ৩৬ জন মারা গিয়েছিলেন। খান ইউনুসে দ্বিতীয় আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৪ জন নিহত হন বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে।
জিকিমে হামলা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “আমরা ওই তরুণকে মাটিতে পড়ে থাকতে দেখি, এবং আমরা-ই তাকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু এখানে কিছুই নেই। নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই খাবার, নেই জীবন—কোনোভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না।”
অন্য এক বেঁচে যাওয়া ওসামা মারুফ বলেন, “আমরা এই বৃদ্ধ মানুষটিকে জিকিম থেকে নিয়ে এসেছি। তিনি শুধু একটু আটা নিতে গিয়েছিলেন। আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছি—এখন আমার আর আটার দরকার নেই, উনি আমার বাবার মতো। আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার শক্তি দেন। আর এই কষ্ট যেন বেশি দিন না থাকে।”