০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

 

সাভারঃ প্রাইমারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ফোকা)। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপনের দাবি জানান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে সাভার উপজেলার প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান, ৩১টি অ্যাসোসিয়েশন এবং হাজারো শিক্ষক-শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা একটি পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা দেশের হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের হৃদয়ে চরম আঘাত হেনেছে। দীর্ঘদিন ধরে এই পরীক্ষায় অংশ নেওয়া বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ও হতাশ হয়েছে। “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এটি শুধু অন্যায়ই নয় বরং শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সংবিধানপ্রদত্ত অধিকারকেও লঙ্ঘন করে।

বক্তারা অভিযোগ করেন, সরকার বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার করলেও বাস্তবে এই প্রজ্ঞাপন সেই প্রতিশ্রুতির পরিপন্থী। সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, যে সময়ে কিন্ডারগার্টেন বা সমমানের স্কুলগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানায় রুপ নিয়েছে, হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময়ই কিছু অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হয়ে বৈষম্যমূলক একটি সিদ্ধান্ত আসল যে, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের কোথাও এই ধরনের বৈষম্যের কথা নেই। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে, কিন্ডারগার্টেন বা বেসরকারি শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি অবশ্যই দিতে হবে। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল না থাকলে সরকারের পক্ষে কোনোভাবেই বাংলাদেশের বিশাল এই জনগণের শিক্ষার দায়িত্ব গ্রহণ করা সম্ভব ছিল না। আসুন, সবাই একসাথে দাঁড়াই। ‘শিক্ষার অধিকার, সবার জন্য সমান’ এই আদর্শেই হোক আমাদের ঐক্য। ‘বৈষম্য দূর হোক, দেশ ও জাতির সমৃদ্ধ হোক।

আয়োজিত মানববন্ধনে অংগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাভার থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আদর্শ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সাভার আঞ্চলিক শাখা), সাভার কিন্ডাগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন ডেভোলপমেন্ট স্কুল এসোসিয়েশন, প্রাইভেট স্কুল এসোসিয়েশন ৭নং ওয়ার্ড, সাভার এডুকেশন সোসাইটি, গ্লোবাল টাইগার্স ক্লাব স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন প্রোগ্রেসিভ এসোসিয়েশন অব বাংলাদেশ, প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাংলাদেশ, বিরুলিয়া ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ৮নং ওয়ার্ড, রাজাসন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ অগ্রগামী কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশন, তেঁতুলঝোড়া, কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, ভাকুর্তা ইউনিয়ন প্রাইভেট স্কুল এসোসিয়েশন, ল্যাবরেটরি শিক্ষা পরিবার, সাভার প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আশুলিয়া থানা, বনগাঁও ইউনিয়ন কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন, আমিন বাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার আশুলিয়া বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ধামসোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, দ্যা ন্যাশনাল ইউনিটি ফর কোয়ালিটি এডুকেশন, শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার থানা শাখা, বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশন, শিমুলিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, সাভার আশুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কাউন্দিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সহ আরও অন্যান্য সহযোগী সংগঠন।

Tag :
About Author Information

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ৪ মাসে ৯ খুন ১৪ মরদেহ উদ্ধার

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

 

সাভারঃ প্রাইমারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ফোকা)। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপনের দাবি জানান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে সাভার উপজেলার প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান, ৩১টি অ্যাসোসিয়েশন এবং হাজারো শিক্ষক-শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা একটি পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা দেশের হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের হৃদয়ে চরম আঘাত হেনেছে। দীর্ঘদিন ধরে এই পরীক্ষায় অংশ নেওয়া বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ও হতাশ হয়েছে। “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এটি শুধু অন্যায়ই নয় বরং শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সংবিধানপ্রদত্ত অধিকারকেও লঙ্ঘন করে।

বক্তারা অভিযোগ করেন, সরকার বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার করলেও বাস্তবে এই প্রজ্ঞাপন সেই প্রতিশ্রুতির পরিপন্থী। সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, যে সময়ে কিন্ডারগার্টেন বা সমমানের স্কুলগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানায় রুপ নিয়েছে, হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময়ই কিছু অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হয়ে বৈষম্যমূলক একটি সিদ্ধান্ত আসল যে, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের কোথাও এই ধরনের বৈষম্যের কথা নেই। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে, কিন্ডারগার্টেন বা বেসরকারি শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি অবশ্যই দিতে হবে। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল না থাকলে সরকারের পক্ষে কোনোভাবেই বাংলাদেশের বিশাল এই জনগণের শিক্ষার দায়িত্ব গ্রহণ করা সম্ভব ছিল না। আসুন, সবাই একসাথে দাঁড়াই। ‘শিক্ষার অধিকার, সবার জন্য সমান’ এই আদর্শেই হোক আমাদের ঐক্য। ‘বৈষম্য দূর হোক, দেশ ও জাতির সমৃদ্ধ হোক।

আয়োজিত মানববন্ধনে অংগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাভার থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আদর্শ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সাভার আঞ্চলিক শাখা), সাভার কিন্ডাগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন ডেভোলপমেন্ট স্কুল এসোসিয়েশন, প্রাইভেট স্কুল এসোসিয়েশন ৭নং ওয়ার্ড, সাভার এডুকেশন সোসাইটি, গ্লোবাল টাইগার্স ক্লাব স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন প্রোগ্রেসিভ এসোসিয়েশন অব বাংলাদেশ, প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাংলাদেশ, বিরুলিয়া ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ৮নং ওয়ার্ড, রাজাসন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ অগ্রগামী কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশন, তেঁতুলঝোড়া, কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, ভাকুর্তা ইউনিয়ন প্রাইভেট স্কুল এসোসিয়েশন, ল্যাবরেটরি শিক্ষা পরিবার, সাভার প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আশুলিয়া থানা, বনগাঁও ইউনিয়ন কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন, আমিন বাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার আশুলিয়া বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ধামসোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, দ্যা ন্যাশনাল ইউনিটি ফর কোয়ালিটি এডুকেশন, শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার থানা শাখা, বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশন, শিমুলিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, সাভার আশুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কাউন্দিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সহ আরও অন্যান্য সহযোগী সংগঠন।