০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নানা আয়োজনে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকী পালিত

 

মানিকগঞ্জঃমানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচির মধ্যদিয়র সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটায় মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

প্রথমেই মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা। এরপর মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের কবরে ফুলের শ্রদ্ধা জানান।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপ-পরিচালক ডা. মো. জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জহিরুল ইসলাম।পরে সকাল সাড়ে নয়টায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করেন আফরোজা খান রিতা ও ডা. জুলফিকার আহমেদ আমিন। এ কার্যক্রমে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।

আফরোজা খান রিতা বলেন ,“আমার বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ করে যাচ্ছি এবং অব্যাহত রাখবো”।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

মানিকগঞ্জে নানা আয়োজনে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময়ঃ ০৮:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

 

মানিকগঞ্জঃমানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচির মধ্যদিয়র সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটায় মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

প্রথমেই মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা। এরপর মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের কবরে ফুলের শ্রদ্ধা জানান।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপ-পরিচালক ডা. মো. জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জহিরুল ইসলাম।পরে সকাল সাড়ে নয়টায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করেন আফরোজা খান রিতা ও ডা. জুলফিকার আহমেদ আমিন। এ কার্যক্রমে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।

আফরোজা খান রিতা বলেন ,“আমার বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ করে যাচ্ছি এবং অব্যাহত রাখবো”।