
যশোরঃ যশোরের শার্শায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকালে উপজেলা সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজির হাসান বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি কোন কোন এলাকায় কারা কারা মাদকদ্রব্য বিক্রয় করছে তাদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি ও যশোর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিজুল রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান- ই গুলশান, শার্শা থানার (ওসি) তদন্ত খন্দকার শাহ আলম, পোর্ট থানা অফিসার এসআই মানিক রায় লাল, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা, বিজিবি কর্মকর্তাসহ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা।