
মানিকগঞ্জঃ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ পালিত হয়েছে ।
মঙ্গলবার সকালে ঘিওরের জোকায় যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান মালায় ছিলো বৃক্ষ রোপণ, মাছের পোণা অবমুক্ত, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা যুব ঋণের চেক প্রদান, বিভিন্ন টেড্রে দক্ষ ও সফলদের মাঝে সনদপত্র- ক্রেস্ট প্রদান।
এরপর সকাল ১০টায় ঘিওরের জোকায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড.মানোয়ার হোসেন মোল্লা।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, সহকারী পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন, ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসিতাতুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, এনপিআই এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ড.মোহাম্মদ ফারুক হোসেন।
শামসুন্নাহার নাসরিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটিকো-অর্ডিনেটর মনিরুল ইসলাম।
প্রধান অতিথি ড.মানোয়ার হোসেন মোল্লা বলেন, নতুন বৈষম্যহীন,শক্তিশালী অর্থনৈতিক ও মানবিক বাংলাদেশ যুবকদের হাত দিয়েই বিনির্মান হবে।আমাদের যুবক-তরুনরা কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি। তাদের হাত দিয়েই এদেশের স্বাধীনতা এসেছে আবার ২০২৪শের বিপ্লবও এই যুবকরাই এনেছে। আমাদের যুবকদের অবশ্যই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।আমাদের এই সম্ভাবনাময় যুব সম্প্রদায়ই আগামিতে বিশ্বে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সফলতা অর্জনকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ১০ জনকে দেড় লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। পরে, উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 



















