
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তথ্যপ্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন সহ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান থেকে ৯ উপকারভোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যুবদের নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় মহিলা মিশন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শেখ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।
ছবির ক্যাপশন: কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে উপকারভোগীদের মাঝে চেক ও ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।