
শেরপুরঃ শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান হয়েছে।
২২ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় বিআরটিএ’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শাকিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারি পরিচালক(ইঞ্জি) জি এম নাহিদ হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা,পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধি 


















