০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে প্রেম করে বিয়ের পর প্রেমিকার বালিশচাপায় মৃত্যু

 

ফরিদপুরঃ ২১ অক্টোবর মঙ্গলবার ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান।

দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়।

বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

মধুখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে বন্যার দাফনক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন,
“এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান

ফরিদপুরের মধুখালীতে প্রেম করে বিয়ের পর প্রেমিকার বালিশচাপায় মৃত্যু

প্রকাশের সময়ঃ ১১:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

 

ফরিদপুরঃ ২১ অক্টোবর মঙ্গলবার ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান।

দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়।

বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

মধুখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে বন্যার দাফনক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন,
“এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।