
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় জনতার উপর হামলার মামলার আসমী পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলামকে গ্রেপ্তারকৃত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এস এম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানা সূত্রে জানা যায়,গত ২৪ সালের ৪ আগসট মানিকগঞ্জের মানরা চক্ষু হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলায় তাকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ জাহিদুল ইসলাম ওরফে খোকন (৫৬), পৌরসভার ১ নং ওয়ার্ডের জয়রা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 



















