
ঢাকাঃ আশুলিয়ায় নাসা এ জে সুপার গার্মেন্টস লিমিটেডসহ নাসা গ্রুপের তিনটি কাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় নিরাপত্তা জন্য আশপাশের মোট ১৫ টি কারখানা বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে নাসা গ্রুপের শ্রমিকদের গত মাসের বেতন বোনাস দিতে কতৃপক্ষের টালবাহানার কারনে ক্ষিপ্ত হয়ে নাসা গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে শ্রমিকরা রাস্তার নেমে আসে।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ ই আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয়। শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে। এরপর প্রসাশনের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দিয়ে ৭ দফা দাবি তুলে ধরে।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারনে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















