
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা পাবলিক লাইব্রেরি ও ক্যারিয়ার সেন্টারের মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালো “শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন”।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির হোসেনের হাতে গড়া এই জনকল্যাণমূলক উদ্যোগে ফাউন্ডেশনটি ৩ শতাধিক জীবনী, গল্প, কবিতার বইসহ বিসিএস প্রস্তুতিমূলক ও পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু খাঁন, সম্মানিত সদস্য মাওলানা মহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বই ও অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাদের খাঁন, ছাত্রদলের চৌকস নেতা মোঃ আবু দাউদ, লাইব্রেরির শুরুতে অবদান রাখা নাহিদুল ইসলাম নাহিদ ও কামরুল ইসলাম।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন ফাউন্ডেশনের মহাসচিব, মানবতার ফেরিওয়ালা খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লা। ইউএনও মোঃ জাকির হোসেন এমন মানবিক সহযোগিতার জন্য ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং সকল সদস্যের জন্য শুভকামনা জানান।
মো. চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টার 



















