
যশোরঃ যশোরের শার্শায় এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক কতৃক ধান চাষীদের টেকসই জীবিকা উন্নয়নের জন্য জলবায়ু-স্মাট সেচ প্রযুক্তি (এ ডাব্লু ডি) সম্প্রসারণ প্রকল্প বাংলাদেশ দক্ষিন-পশ্চিম অংশে উপজেলা পর্যায়ে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল ১০ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।
অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান বলেন, আগামী বোরা মৌসুমে শার্শা উপজেলায় সর্বত্র এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক কতৃক ধান চাষীদের টেকসই জীবিকা উন্নয়নের জন্য জলবায়ু-স্মাট সেচ প্রযুক্তি সুবিধা পাওয়ার ব্যাপারে কতৃপক্ষকে কৃষকদের সুবিধার জন্য আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। এছাড়া সভায় শার্শা উপজেলার বিভিন্ন এলাকার আর্সেনিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, সমাজসেরা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, এশিয়ান আর্সেনিক নেটওয়ার্কের রিসার্জ ও মনিটরিং অফিসার মোঃ সাদ আহম্মেদ, ট্রেকনিক্যাল ইন্সপেক্টর তরিকুল ইসলাম, শার্শা উপজেলা কো-অডিনেটর মশিউর রহমান, ইউনিয়ন অর্গানাইজার মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক বৃন্দ।