
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার বেউথা এলাকায় কালিগঙ্গা নদীতে মানিকগঞ্জ জেলা প্রশাসন এই নৌকা বাইচের আয়োজন করে।
প্রতিযোগিতা মূলক এই নৌকাবাইচ দেখার জন্য সকাল থেকেই দূরান্তের বিভিন্য এলাকা থেকে হাজার হাজার নারী- পুরুষ বেঊথা নদীর দুই ভির জমাতে থাকে।বিভিন্ন ধরনের মনোহারির দোকান আর নারী- পুরুষের আনাগুনায় বেউথা কালিগঙ্গা নদীর দুইপারে প্রায় তিন কিলোমিটার এলাকা জুরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইচের নৌকা আর রংবেরংগের ময়ুর পঙ্খি নৌকার আনাগুনায় মুখরিত হয়ে উঠে বেউথায় কালিগঙ্গা নদী। মাঝি মাল্লারা বাহারী ধরনের পোশাক পড়ে তাদের ছন্দময় বৌঠা চালায়ে মানুষকে আকৃষ্ঠ করে তুলে।
বেলা সারে বারোটার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা নৌকা বাইচের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছেলেন, পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, জামায়াতের ঢাকা উত্তর টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।
এর পর চশুরু হয় মূল আকর্শন বাইচ প্রতিযোগিতা। এসময় মাঝিদের বৈঠার আঘাতে নদী হয়ে উঠে উত্তাল। পানি ঢেউভঙ্গে দুভাগ হয়ে আছরিয়ে পড়তে থাকে নদীর দুই পাড়ে।সে এক অপরুপ দৃশ্য। ছিবা,খেল্লা,ঘাসি,ছান্দি ময়ুরপঙ্খি সহ ৩৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলা একাডেমীর ফেলো, জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী সাইদুর রহমান বয়াতী বলেন,নদী এবং নৌকা শব্দদুটি একসুতায় বাধা।একসময় বর্ষা এলেই সরা বাংলাদেশ জুরে নৌকাবাইচ হতো। এখন দেশে তেমন পানি হয়না।আর আগের মত সৌখিন মানুষও খুব একটা নেই। তাই গ্রাম বাংলার ঐতহ্য নৌকাবাইচও কালে কালে হারাতে বসেছে। সরকার এবং জনগনের পৃষ্ঠপোষকতা পেলে আবার প্রান পাবে নৌকাবাইচের। বাংলার বুকে টিকে থাকবে নৌকা বাইচ। মানিকগঞ্জে প্রশাসনিক ভাবে এমন নৌকা বাইচের আয়োজন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।
নৌকা বাইচ শেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।