
যশোরঃ যশোরের শার্শায় ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইমন হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ আগষ্ট) দুপুরে শার্শা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ইমন হোসেন, শার্শা থানাধীন সম্বন্ধকাটি গ্রামের বজলুর রহমান (ওরফে) কাটু বজলুর ছেলে। প্রাথমিক সূত্রে জানা গেছে তারা বাবা ছেলে দুজনে দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করে শার্শা বাজার থেকে উলাশীর দিকে যাবে। এমন সংবাদে শার্শা বাজারে এক যুবককে আটক-পূর্বক তার শরীরে তল্লাশি করলে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়, পরবর্তীতে তাকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদক ও আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।