
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে ৪ টি অবৈধ করাতকলে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার(২৭ আগস্ট) বিকেলে মধুপুর পৌরসভার বিভিন্ন করাতকলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনার সময় তাদের করাত কলের লাইসেন্স না থাকার কারণে ৪টি করাতকলের মালিককে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আশিকুর রহমান ও রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম।
অভিযান পরিচালনার সময় আইনশৃংখলা রক্ষার্থে উপস্থিত ছিলেন মধুপুর থানার এসআই আরিফের নেতৃত্বে মধুপুর থানার একটি দল চৌকস পুলিশ সদস্য।