
নারায়ণগঞ্জঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাজরায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আপনাদের দাবী আদায় করতে গিয়ে, ভোটের অধিকার আদায় করতে গিয়ে অনেকেই মামলা খেয়েছে, জেল খেটেছে। আমরা এখন মুক্ত, আমরা এখন স্বাধীন। এই দেশে হাসিনা নাই পালিয়ে গেছে। আমরা এখন বুক ফুলিয়ে চলতে পারি, কথা বলতে পারি। আমরা এখন আমাদের মত প্রকাশ করার সুযোগ পাব। সামনে যদি ভালো কোন প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন। যদি ধানের শীষের ভালো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন এটা আমার অনুরোধ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হেসেনের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ওয়াসিম আসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হেসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো: কামাল হোসেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা রুহুল আমিনসহ থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।