
নারায়ণগঞ্জঃ সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। মোটরসাইকেলের সামনে ও পেছনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে, অনুমোদনবিহীন অনলাইন পোর্টালের আইডি কার্ড গলায় ঝুলিয়ে কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির মতো জঘন্য অপরাধ। ড্রাইভার, হকার, এবং চায়ের দোকানদার ও দেহ ব্যবসায়ীদের এর কাছে রয়েছে সাংবাদিকের কার্ড।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব কথিত সাংবাদিকদের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। তারা নিজেরাই ভুয়া অনলাইন পোটাল তৈরি করে কিংবা অজানা-অচেনা ওয়েবসাইটের নাম ব্যবহার করে তৈরি করছে আইডি কার্ড। এরপর সেসর কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন সম্মানহানি ও প্রশ্নবিদ্ধ হচ্ছেন, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তারা পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের আধারে মাদক সরবরাহ করছে, আবার দিনের বেলায় নিরীহ মানুষদের ভয় দেখিয়ে আদায় করছে অর্থ।
সচেতন মহলের দাবি, এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে অনুমোদনবিহীন অনলাইন পোর্টালের নামে অপব্যবহার রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।