
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে সাইবার বুলিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও জাকসু প্রার্থীরা।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর একটা সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে তাদের এই মানববন্ধন কর্মসূচি।
সমাবেশে বক্তারা একটি ধর্মভিত্তিক দলকে উদ্দেশ্য করে বলেন, প্রতিনিয়ত একটি ধর্মভিত্তিক দল আমাদেরকে বিভিন্ন ভাবে সাইবার বুলিং করে যাচ্ছে। যে ছাত্রীরা জুলাই আন্দোলনের গুরুত্ব ভূমিকা পালন করেছে সেই ছাত্রীদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার কৌশল হিসেবে তারা সাইবার বুলিং চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন ভাবেই তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা, জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং সাধারণ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলন।