
শেরপুরঃ শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) শেরপুর জেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭ টায় শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে বিকালে দলীয় কার্য়ালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় নেতা কর্মীরা।
বর্ণাঢ্য র্যালী শেষে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, ফজলুর রহমান তারা, এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক নাঈম হাসান উজ্জল সহ আরো অনেকে।