
আশুলিয়াঃ আশুলিয়ায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার ( ০৬ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে গত রাতে থানা এলাকার মুন আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, সিলেট জেলা মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ আক্কাস মিয়া( ৪৮), পটুয়াখালী খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান অভি (২৫), গাজীপুর মীর সাইদুল লিটনের ছেলে মোঃ নাজমুল হাসান জিসান (২৪), মানিকগঞ্জ জিন্নাত বেপারীর ছেলে মোঃ আবুল হোসেন (৪১), ধামরাই হামিদের ছেলে মোঃ সুমন( ২৫)
ঢাকা জেলা নূর হোসেনের ছেলে মোঃ জুলহাস (৩০) পঞ্চগড় রাজু ইসলামের ছেলে রাজমনি (১৯), দিনাজপুর জেলার শফিকের মেয়ে সুমি আক্তার (২২)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।