
ফরিদপুরঃ ফরিদপুর চিনিকলের কর্মকর্তদের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।
গত রবিবার হতে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে রবিবার হতে শুরু হওয়া প্রশিক্ষণের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক(অর্থ) ও উপসচিব আজহারুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাঃ মহাব্যবস্থাপক( ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ ) সেলিনা আক্তার। প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের মহাব্যবস্থাপক(হিসাব ) আব্দুর রহিম সিদ্দকী,মহাব্যবস্থাপক(কস্ট এন্ড বাজেট)ফাতেমা আক্তার শিখা, মহাব্যবস্থাপক(প্রকল্প হিসাব) মো. ইলিয়াচ সিকদার।
জাতীয় শুদ্ধাচার কৌশল, পিপিআর-২০০৮ এ বিধান, বীমা ও ঝুকি ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণ, পারসোনাল লেজার একাউন্ট এবং আন্তঃমিল হিসাব মিলকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে বিলম্বিত কর,অডিট আপত্তি বিষয়ক আলোচনা ,নগদ প্রবাহ বিবরণীসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি)মুহাম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল, সহঃব্যবস্থাপক পুরবী বেগমসহ হিসাব বিভাগের কর্মকর্তাসহ ৩৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যবস্থাপক(ল্যাব) পরিমল কুমার সেন। প্রশিক্ষণ আগামী বুধবার শেষ হবে।