
সাতক্ষীরাঃ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম ওয়েভ (WAVE) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১০টায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজন কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা পিএফজি গ্রুপের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলা দেবী মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌতলা ইউপি সদস্য ও পিফজি গ্রুপের এম্বাসেডর মাহফুজা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিষ্ণুপুর ইউপি সদস্য লাইলী পারভীন ও রোজিনা পারভিন, স্কুল শিক্ষিকা ও সংগীতশিল্পী কণিকা সরকার, ওয়াই জি ইউথ গ্রুপের সদস্য আফরিন নেহা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আকলিমা খাতুন, তাহামিনা পারভীন, দিলরুবা পারভীন, মুন্নি পারভিন, লাইলী সুলতানা,মনিমালা গাইন, মৌমিতা রায়, মিনারা পারভীন, শিউলি চৌধুরী, বিদ্যাবতি প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে লেডিস ক্লাবের সম্পাদিকা এলাদেবী মল্লিক কে আহবায়ক আফরিন নেহা ও আগলিমা খাতুনকে যুগ্ন আহহহক করে ২৮ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম ওয়েব কমিটি গঠন করা হয়। জাতীয় আন্তর্জাতিক দিবস সমূহ উদযাপন সহ নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
স্বাগত বক্তব্য রাখেন দি হ্যাঙ্গার প্রজেক্ট সাতক্ষীরার সমন্বয়কারী আবু তাহের ও অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন কালিগঞ্জ উপজেলা পি এফ জি গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু। সভায় বিভিন্ন সংগঠনের ২৫ জন নারী উপস্থিত ছিলেন।
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 



















