০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় স্কুলছাত্র আমির হামজার নদীতে ডুবে মৃত্যু

 

কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে ফেরার পথে নদীর ঘাটে পানিতে ডুবে সে করুণ মৃ*ত্যুবরণ করে।

নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অকালপ্রয়াণে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে আমির নদীর ঘাটে যায়। এসময় সঙ্গীদের সঙ্গে গোসল করতে নদীতে নামে। হঠাৎ নদী দিয়ে একটি ট্রলার যাওয়ার সময় সৃষ্ট ঢেউয়ের তোড়ে আমির তলিয়ে যায়। মুহূর্তেই তাকে চোখের আড়াল হয়ে যেতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে কয়েকজন যুবক পানিতে নেমে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর নদীর বুদবুদ দেখে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ছুটে গেলে সেখানে কান্নার রোল পড়ে যায়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি নদীতে ডুবে মারা গেছে। স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একইসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, দুলালপুর নদীঘাটে শিশুদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। নিয়মিত স্কুল শেষে অনেক শিক্ষার্থী সেখানে খেলা করে বা গোসল করতে যায়। তাদের দাবি, শিশুদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ঘাটে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।

এদিকে শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সহপাঠীরা বলছে, সকালের মতোই হাসিখুশি অবস্থায় ক্লাসে অংশ নিয়েছিল আমির। দুপুরে হঠাৎ তার মৃত্যুতে তারা গভীর শোকাহত।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

হোমনায় স্কুলছাত্র আমির হামজার নদীতে ডুবে মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে ফেরার পথে নদীর ঘাটে পানিতে ডুবে সে করুণ মৃ*ত্যুবরণ করে।

নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অকালপ্রয়াণে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে আমির নদীর ঘাটে যায়। এসময় সঙ্গীদের সঙ্গে গোসল করতে নদীতে নামে। হঠাৎ নদী দিয়ে একটি ট্রলার যাওয়ার সময় সৃষ্ট ঢেউয়ের তোড়ে আমির তলিয়ে যায়। মুহূর্তেই তাকে চোখের আড়াল হয়ে যেতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে কয়েকজন যুবক পানিতে নেমে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর নদীর বুদবুদ দেখে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ছুটে গেলে সেখানে কান্নার রোল পড়ে যায়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি নদীতে ডুবে মারা গেছে। স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একইসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, দুলালপুর নদীঘাটে শিশুদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। নিয়মিত স্কুল শেষে অনেক শিক্ষার্থী সেখানে খেলা করে বা গোসল করতে যায়। তাদের দাবি, শিশুদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ঘাটে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।

এদিকে শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সহপাঠীরা বলছে, সকালের মতোই হাসিখুশি অবস্থায় ক্লাসে অংশ নিয়েছিল আমির। দুপুরে হঠাৎ তার মৃত্যুতে তারা গভীর শোকাহত।