১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

 

ঢাকাঃ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। গতকাল এলাকায় তাকে দেখা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

 

ঢাকাঃ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। গতকাল এলাকায় তাকে দেখা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।