
শেরপুরঃ বজ্রপাত প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশের সুরক্ষা ও ভারসাম্য রক্ষা এবং ভূমিক্ষয় রোধে শ্রীবরদী সীমান্ত সড়ক জুড়ে প্রায় ৫ হাজার তালবীজ রোপন করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শনিবার দুপুরে বালিজুরী সদর বিট এলাকার সীমান্ত সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে তালের চারা রোপন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের সাথে নিয়ে তাল বীজ রোপনের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বন বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এসএম জহীর আকন, বালিজুরী রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরল করিম, এসময় প্রকৃতি ও পরিবেশ বিশেষজ্ঞ আলী রেজা, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন বিশ্বাস, বালিজুরী সদর বিট কর্মকর্তা মাজহারুল হক, বন বিভাগের হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা রাকিবুল হাসান, শেরপুরের প্রকৃতি ও পরিবেশ কর্মী মুগনিউর রহমান মনি সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, সুফল বাগানের উপকারভোগী,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।