
সাতক্ষীরাঃ শনিবার ২০ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উক্ত সভায় গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, অবহেলা ও দুর্যোগপ্রবণতার শিকার একটি উপকূলীয় জনপদ। এ জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
প্রস্তাবিত ও প্রত্যাশিত দাবিগুলোর মধ্যে স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, পুলিশ ফাঁড়ি/ক্যাম্প নির্মাণ, চিকিৎসা অবহেলিত জনগণের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ, উপকূলের নারী-পুরুষ জেলেদের নিরাপদ ও স্বীকৃত কর্মপরিবেশ নিশ্চিত করা, উপকূলীয় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ সহ নোয়াবেকী, পাখিমার, কাকশিয়ালী নদীতে ব্রিজ নির্মাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানী খাতুন, নাবিদ রিফাত মনজুর, লেফটেন্যান্ট কর্নেল, পি.এস.সি অধিনায়ক ৩৭ বীর, শাহরিয়ার রাজিব, লেফটেন্যান্ট কর্নেল, পিএসসি সিগন্যাল, অধিনায়ক, নীল ডুমুর ব্যাটালিয়ান (১৭ বিজিবি), জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত), সি.পি.সি-০১, র্যাব ০৬, সাতক্ষীরা, রাসেল মিয়া, সাব-লেফটেন্যান্ট, স্টেশন কমান্ডার, কৈখালী কোস্টগার্ড, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ প্রমূখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 



















