
শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের শুভ আগমন উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেরপুর ৩ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল। শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক ছাত্রদল নেতা এস এম সোহান, এডভোকেট রেজোয়ান উল্লাহ, বিএনপি নেতা
মাহফুজুল হক মোল্লা প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকনের সঞ্চালনায় এসময় পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান, কলেজ ছাত্রদল আহবায়ক সানজিদুল হাসান সহ
উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।