০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশ; জাহিদুর রহমান

মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর – সিংগাইর নিয়ে মানিকগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান বলেছেন“বাংলাদেশ আজ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশ।

গত বছর প্রায় ৫০ লক্ষ টন মাছ উৎপাদন হয়েছে এবং ৪ শত কোটি টাকার মাছ রফতানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি, তবে খাদ্যে স্বনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইরের চান্দহর নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদুর রহমান বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী।নদী মাতৃক বাংলাদেশে একসময় গোলা ভড়া ধান পুকুর ভড়া মাছছিলো। কিন্ত কালের বিবর্তে মিঠা পানির মাছ এখন তেমন পাওয়া যায়না। দেশিও প্রজাতির মাছ রক্ষা করতে সকলকে আহবান জানান তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইরের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সিংগাইর উপজেলা আমীর মাওলানা ওয়ালীউল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ মানসুর, চান্দহর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, জামির্তা ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশ; জাহিদুর রহমান

প্রকাশের সময়ঃ ০৭:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর – সিংগাইর নিয়ে মানিকগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান বলেছেন“বাংলাদেশ আজ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশ।

গত বছর প্রায় ৫০ লক্ষ টন মাছ উৎপাদন হয়েছে এবং ৪ শত কোটি টাকার মাছ রফতানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি, তবে খাদ্যে স্বনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইরের চান্দহর নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদুর রহমান বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী।নদী মাতৃক বাংলাদেশে একসময় গোলা ভড়া ধান পুকুর ভড়া মাছছিলো। কিন্ত কালের বিবর্তে মিঠা পানির মাছ এখন তেমন পাওয়া যায়না। দেশিও প্রজাতির মাছ রক্ষা করতে সকলকে আহবান জানান তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইরের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সিংগাইর উপজেলা আমীর মাওলানা ওয়ালীউল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ মানসুর, চান্দহর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, জামির্তা ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।