০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ী নারায়ণগঞ্জ

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ী হয়েছে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জয়পুরহাট প্রমিলা নারী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল বিজয় লাভকরে।

বারাহীরচর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, খেলাধুলার মাধ্যমে নারী সমাজের ক্ষমতায়ন সম্ভব।পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা গড়ে উঠবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে। গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের এই আয়োজন একটি অনন্য উদ্যোগ বলে মনে করেন তিনি।

আফরোজা খানম রিতা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ ধরনের খেলাধুলার আয়োজন হয়নি। তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা চাই খেলাধুলা প্রতিটা পারা-মহল্লায় ছড়িয়ে পড়ুক। এতে করে যুবসমাজ সঠিকভাবে বিকশিত হবে।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, আ. ত. ম. লোদী, শামীম আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ী নারায়ণগঞ্জ

প্রকাশের সময়ঃ ০৯:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ী হয়েছে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জয়পুরহাট প্রমিলা নারী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল বিজয় লাভকরে।

বারাহীরচর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, খেলাধুলার মাধ্যমে নারী সমাজের ক্ষমতায়ন সম্ভব।পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা গড়ে উঠবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে। গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের এই আয়োজন একটি অনন্য উদ্যোগ বলে মনে করেন তিনি।

আফরোজা খানম রিতা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ ধরনের খেলাধুলার আয়োজন হয়নি। তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা চাই খেলাধুলা প্রতিটা পারা-মহল্লায় ছড়িয়ে পড়ুক। এতে করে যুবসমাজ সঠিকভাবে বিকশিত হবে।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, আ. ত. ম. লোদী, শামীম আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।