
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।
রাতেই আহত সাংবাদিক আকমল হোসেন শিবালয় থানায় সাধারণ ডায়েরী করেছেন।
আকমল হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তিনি উথুলী ফুটবল খেলার মাঠে বন্ধুবান্ধব নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির নামধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন নামে এক যুবক কয়েকজন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে তার উপর আক্রমণ চালায়। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
সাংবাদিক আকমল হোসেন আরও বলেন, “সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সাংবাদিক আকমল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলামসহ কর্মরত সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এছাড়াও স্থানীয় সম্পাদক পরিষদ এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।