০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধে মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে অবস্থিত অবৈধ ডেরা রিসোর্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়ন এবং উক্ত জায়গায় মিল ফ্যাক্টরী তৈরীর দাবীতে মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেছে বালিয়াখোড়া এলাকার সর্বস্তরের জনগন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডেরা রিসোর্ট গেইট সংলগ্ন পুরান গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা, মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী মুজিবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, ঘিওর মহিলা মাদ্রসার পরিচালক মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি আঃ মান্নান, মাওলানা আব্দুল মতিন, হিজুলিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলামসহ ভূক্তভোগী এলাকাবাসীরা।

বক্তারা অভিযোগ করেন, ডেরা রিসোর্ট একটি রহস্যময় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাতে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও পতিতালয়ের মতো অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন,গ্রামীণ পরিবেশ নষ্ট করে যুব সমাজকে বিপথগামী করার এমন কার্যকলাপ চলতে দেওয়া যায় না। এটি শুধু ঘিওর নয়, পুরো মানিকগঞ্জের জন্য লজ্জার বিষয়।
তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নানা অপরাধ বাড়ছে। পরিবার ও সমাজের সুস্থ পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত রিসোর্টটি বন্ধ করে মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, এলাকার জনগনকে ডেইরী ফার্ম নির্মানের কথা বলে ধোঁকা দিয়ে অবৈধভাবে এই ডেরা রিসোর্ট নির্মান করে এখানে অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অপকর্ম করা হচ্ছে। ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে ফুসে উঠেছে।

বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।

এসময় মানববন্ধন থেকে ১৫ দিনের আল্টিমেল্টাম দেয়া হয়। এর মধ্যে যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তবে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ডেরা রিসোর্ট ভেঙ্গে গুড়িয়ে দিবে বলে হুশিয়ারি দেন তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধে মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৯:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে অবস্থিত অবৈধ ডেরা রিসোর্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়ন এবং উক্ত জায়গায় মিল ফ্যাক্টরী তৈরীর দাবীতে মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেছে বালিয়াখোড়া এলাকার সর্বস্তরের জনগন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডেরা রিসোর্ট গেইট সংলগ্ন পুরান গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা, মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী মুজিবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, ঘিওর মহিলা মাদ্রসার পরিচালক মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি আঃ মান্নান, মাওলানা আব্দুল মতিন, হিজুলিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলামসহ ভূক্তভোগী এলাকাবাসীরা।

বক্তারা অভিযোগ করেন, ডেরা রিসোর্ট একটি রহস্যময় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাতে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও পতিতালয়ের মতো অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন,গ্রামীণ পরিবেশ নষ্ট করে যুব সমাজকে বিপথগামী করার এমন কার্যকলাপ চলতে দেওয়া যায় না। এটি শুধু ঘিওর নয়, পুরো মানিকগঞ্জের জন্য লজ্জার বিষয়।
তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নানা অপরাধ বাড়ছে। পরিবার ও সমাজের সুস্থ পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত রিসোর্টটি বন্ধ করে মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, এলাকার জনগনকে ডেইরী ফার্ম নির্মানের কথা বলে ধোঁকা দিয়ে অবৈধভাবে এই ডেরা রিসোর্ট নির্মান করে এখানে অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অপকর্ম করা হচ্ছে। ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে ফুসে উঠেছে।

বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।

এসময় মানববন্ধন থেকে ১৫ দিনের আল্টিমেল্টাম দেয়া হয়। এর মধ্যে যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তবে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ডেরা রিসোর্ট ভেঙ্গে গুড়িয়ে দিবে বলে হুশিয়ারি দেন তারা।