০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরাঃ জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এ সময় বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক প্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০২:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরাঃ জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এ সময় বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক প্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।