
ঢাকাঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশিও তৈরি পিস্তলসহ আজাদ (৩৭)নামের একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (০৪ অক্টোবর) রাতে আশুলিয়া জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়ার চলছে এমন খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল তৎপরতার সাথে অভিযান পরিচালনা করে স্থানীয় একটি জুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার ও একজন ব্যক্তিকে আটক করা হয়।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত আজাদ কোম্পানির হাট থানার, পশ্চিম সোনাদিয়া গ্রামের, ইউনূসের ছেলে।
অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী টহল ও নজরদারি জোরদার করেছে।