
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ও সখিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
কুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন দুপুর ২ টা থেকে বিকাল ৫ পর্যন্ত বিরতিহীন ভাবে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
কুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ হামিদুল হক শামীম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ তুহিন হোসেন।
সখিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত বিরামহীন ভাবে সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সখিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডাঃ মিজানুর রহমান। সখিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন পরিচালনা করেন সংসদীয় আসন সাতক্ষীরা -০৩ এর সাংগঠনিক টিম প্রধান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আখতারুল ইসলাম ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সন্মেলন পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মোঃ শাহিন হোসেন।
উভয় সন্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক মোঃ এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, প্রধান বক্তা, ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও বিএনপি নেতা পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ।