
ঢাকাঃ সাভারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় পাসপোর্ট, ইয়াবা বড়ি, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন।
আটক অন্যরা হলেন— আওয়ামী লীগ কর্মী ছানোয়ার হোসেন (৪৫), ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান (৪২), আহাদ হোসেন (৩২) এবং আমিনুল ইসলাম (৩৮)।
সেনা সূত্র জানায়, সোমবার (৬অক্টোবর)রাত সাড়ে ১০টার দিকে সাভার সেনানিবাস সংলগ্ন নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল। অভিযানে নবীনগরের একটি স্থাপনা থেকে মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা হয় সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ, দুই পিস ইয়াবা বড়ি ও নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা।
পরে আটক ব্যক্তিদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়।
সেনা সূত্র আরও জানায়, আটক পাঁচজনই ৫ আগস্ট ছাত্র–জনতা হত্যা মামলার আসামি।