
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
বুধবার ৮ই অক্টোবর ২০২৫, সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ও স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।