
শেরপুরঃআমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী সীমান্তের বাবেলাকোনায় বুধবার পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি ০৪২৪ এর আয়োজনে বুধবার সকালে এ উপলক্ষে র্্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কর্নিয়া সাংমা।
এসময় বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা ফাতেমা খাতুন, প্রকল্পের ম্যানেজার সুলভ রিছিল সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, কমিউনিটি ক্লিনিকের নার্স, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।