
মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট মোঃ আমিনুল হক।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি। এছাড়া তিনি জামান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সমাজসেবা, আইনি সহায়তা ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ করছেন তিনি।
মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আমিনুল হক বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমার শক্তি।”