
ঢাকাঃ আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা করেন।
এসময় তিনি আরো বলেন,দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নতি রয়েছে দাবী করে, তিনি আরো বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,অনেকেই বলতে পারেন প্রশ্ন তো আর থামানো যায় না জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও বলেন তিনি।
ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
J