
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুন কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মৌতলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএবি) সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবির।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুর রহমান, কাজী আব্দুর মঈন ময়না, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজের আলী, শেখ হারুন অর রশিদ জয়নাল, এবং কাজী রফিক প্রমুখ।
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্র ও বিভ্রান্তির মধ্যেও দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
তারা আরও আশা প্রকাশ করেন, মৌতলা ইউনিয়ন বিএনপি আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আজিজুর রহমান।
অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।