
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের পুটাইলে লক্ষী পূজার মেলায় ঘুরতে যেয়ে দুস্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত স্কুল ছাত্র আব্দুল্লাহ ওরফে রাব্বির লাশ দাফন করা হয়েছে।
আজ রবিবার বিকেল সারে পাঁচটায় নিজ এলাকায় কাফাটিয়া ঈদগা ও কবরস্থান মাঠে জানাযা শেষে কাফাটিয়া কবরস্থানে দাফন করা হয়। রাব্বির এমন মৃত্যুতে তার পরিবারসহ এলাকাতে নেমে এসেছে এক শোকেন ছায়া। ছেলেকে হারিয়ে মা আসমানী বেগম পূত্র শোকে যেন পাথর হয়ে গেছে।
উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের অন্তর্গত পুটাইল লক্ষী পূজার মেলায় দুস্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত হয় রাব্বি। নিহতের সুরতহাল ময়না তদন্ত শেষে আজ বিকেল সারে পাঁচটায় দাফন করা হয়।
নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি প্রবাসী মোঃ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল।
মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
লাশের ময়নাতদন্ত শেষে রবিবার (১২ অক্টোবর) বিকেলে নিজ গ্রামে নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় মো. কাইয়ূম ও শিশির নামে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত রাতুলের বাবা সেলিমকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
আজ রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে নিহতের আত্মীয়রা রাতেই মামলা করবে বলে জানান তিনি।