১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নানা আয়োজনে বারসিকের আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন

মানিকগঞ্জঃ কৃষিকে নারী কৃষকের স্বীকৃতি চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস -২০২৫ পালন করেছে বেসরকারি সংস্থা বারসিক।

বুধবার সকাল দশটায় মানিকগঞ্জের বেতিলা মিতরা ইউনিয়নের বংগড়া আব্দুল মান্নান এর বাড়ী কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বাংগড়া কৃষক-কৃষানী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেতিলা মিতরা ইউনিয়নের ১, ২,৩,সংরক্ষিত নারী আসনের মেম্বার হামিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাভিয়া আক্তার, আউটপাড়া কৃষক- কৃষানী সংগঠনের সাধারন সম্পাদক আসমা আক্তার,ঘিওরের বারসিক সহযোগী কর্মসূচী কর্মকর্তা সুবীর সরকার, বারসিক মানিকগঞ্জের সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী শাহাদত হোসেন, মো: ইউসুফ আলী গবেষক কৃষক সহযোগী কর্মসূচী বারসিক, রেহেনা আক্তার নারী কৃষক প্রমুখ।

বক্তারা বলেন,আমরা গ্রামে যারা নারী আছি এদের জন্যই আজকের এই গ্রামীন নারী দিবস। গ্রামের নারীদেরও যে অধিকার আছে এবং গ্রামীন নারীারা যে কত ভূমিকা পালন করে থাকে এবিয়টি নিজেদের মাঝে অনুধাবন করানোর জন্যই গ্রামীন নারী দিবসের এ আয়োজন।

বক্তারা বরেন,শহরের নারীরা চাকরি করে। তারা মাস শেষে স্বামীর হাতে টাকা দিতে পারে। কিন্তু গ্রামের নারীরা তাপারেনা। কিন্ত গ্রামের নারীরা বাড়ীতে থেকে হাস-মুড়গী, গরু -ছাগল পালন এমনকি বাড়ীর আসেপাশে শাক- সব্জী চাষকরে অনেক টাকা উপার্জন করে থাকে। যা সংসারে স্বামীকে বড় একটা সাপোর্ট দিয়ে থাকে। কিন্তু গ্রমীন নারীদের এই ইনকামের কথা কেউ বলেনা। এখানে গ্রামীন নারীরা অবহেলিত। এখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। গ্রামীন নারীদের যথাযত মূল্যায়ন করতে হবে।

বক্তব্য শেষে উপস্থিত নারীদেরকে তিন প্রজন্মে ভাগকরে তাদের মাঝে তিন প্রকারের বীজ বিতরন করা হয়। শেষে গ্রামীন খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

মানিকগঞ্জে নানা আয়োজনে বারসিকের আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন

প্রকাশের সময়ঃ ০৩:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জঃ কৃষিকে নারী কৃষকের স্বীকৃতি চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস -২০২৫ পালন করেছে বেসরকারি সংস্থা বারসিক।

বুধবার সকাল দশটায় মানিকগঞ্জের বেতিলা মিতরা ইউনিয়নের বংগড়া আব্দুল মান্নান এর বাড়ী কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বাংগড়া কৃষক-কৃষানী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেতিলা মিতরা ইউনিয়নের ১, ২,৩,সংরক্ষিত নারী আসনের মেম্বার হামিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাভিয়া আক্তার, আউটপাড়া কৃষক- কৃষানী সংগঠনের সাধারন সম্পাদক আসমা আক্তার,ঘিওরের বারসিক সহযোগী কর্মসূচী কর্মকর্তা সুবীর সরকার, বারসিক মানিকগঞ্জের সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী শাহাদত হোসেন, মো: ইউসুফ আলী গবেষক কৃষক সহযোগী কর্মসূচী বারসিক, রেহেনা আক্তার নারী কৃষক প্রমুখ।

বক্তারা বলেন,আমরা গ্রামে যারা নারী আছি এদের জন্যই আজকের এই গ্রামীন নারী দিবস। গ্রামের নারীদেরও যে অধিকার আছে এবং গ্রামীন নারীারা যে কত ভূমিকা পালন করে থাকে এবিয়টি নিজেদের মাঝে অনুধাবন করানোর জন্যই গ্রামীন নারী দিবসের এ আয়োজন।

বক্তারা বরেন,শহরের নারীরা চাকরি করে। তারা মাস শেষে স্বামীর হাতে টাকা দিতে পারে। কিন্তু গ্রামের নারীরা তাপারেনা। কিন্ত গ্রামের নারীরা বাড়ীতে থেকে হাস-মুড়গী, গরু -ছাগল পালন এমনকি বাড়ীর আসেপাশে শাক- সব্জী চাষকরে অনেক টাকা উপার্জন করে থাকে। যা সংসারে স্বামীকে বড় একটা সাপোর্ট দিয়ে থাকে। কিন্তু গ্রমীন নারীদের এই ইনকামের কথা কেউ বলেনা। এখানে গ্রামীন নারীরা অবহেলিত। এখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। গ্রামীন নারীদের যথাযত মূল্যায়ন করতে হবে।

বক্তব্য শেষে উপস্থিত নারীদেরকে তিন প্রজন্মে ভাগকরে তাদের মাঝে তিন প্রকারের বীজ বিতরন করা হয়। শেষে গ্রামীন খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।