
মানিকগঞ্জঃ “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জেও বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি অনুষ্টিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ( যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা প্রশাসক বলেন,দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। আধুনিক প্রযুক্তি ও সহায়ক যন্ত্রের ব্যবহার বাড়ালে তাদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে। সাদা ছড়ির প্রতি সম্মান জানানো মানেই মানবিক সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দিবসটি উপলক্ষে নয় জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে উপহার হিসেবে সাদা ছড়ি বিতরণ করা হয়।