১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ধারাবাহিক ভাবে ভ্যান চালক গুম খুনের প্রতিবাদ’ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

 

যশোরঃ যশোরের শার্শায় একের পর এক ভ্যান চালকদের গুম খুনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করেন অত্র এলাকার ভ্যান রিকশার চালকরা।

মানববন্ধনে অংশ গ্রহন করেন শার্শা, বেনাপোল নাভারণ ও বাগআঁচড়া এলাকার শতাধিক ভ্যান ও ইজিবাইক চালকরা। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় ৩৫ মিনিট। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে চালকরা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইয়েরা গুম, খুনে শিকার হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালায়। আমরা কেন গুম খুনের শিকার হবো। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইন শৃংখলা বাহিনী যদি আমাদের ভাইদের হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে না পারে তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

মানববন্ধনে নিহত ভ্যান চালক মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে টাকা রোজগার করে পরিবারের মুখে ভাত তুলে দিত। সেই ছেলেকে খুনিরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের সঠিক বিচার চাই।

এসময় বক্তারা আরও বলেন, আমাদের জীবন যেন নিরাপদ হয়’ এটাই আমাদের একমাত্র দাবী আমরা কাজ করে খেতে চাই, মরতে চাই না।

উল্লেখ্য: গত ৬ অক্টোবর মাসুম বিল্লাহ নামে এক চালক মটরভ্যানসহ নিখোঁজ হয়। তারপর ১২ অক্টোবর বিকেলে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা উপজেলার বায়সা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন। এর চারদিন পর মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভ্যানসহ নিখোঁজ হন আব্দুল্লাহ নামে আরোও এক চালক। এরপর মঙ্গলবার ১৪ অক্টোবর শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে স্টিলের বাক্সের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

শার্শায় ধারাবাহিক ভাবে ভ্যান চালক গুম খুনের প্রতিবাদ’ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৮:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

 

যশোরঃ যশোরের শার্শায় একের পর এক ভ্যান চালকদের গুম খুনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করেন অত্র এলাকার ভ্যান রিকশার চালকরা।

মানববন্ধনে অংশ গ্রহন করেন শার্শা, বেনাপোল নাভারণ ও বাগআঁচড়া এলাকার শতাধিক ভ্যান ও ইজিবাইক চালকরা। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় ৩৫ মিনিট। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে চালকরা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইয়েরা গুম, খুনে শিকার হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালায়। আমরা কেন গুম খুনের শিকার হবো। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইন শৃংখলা বাহিনী যদি আমাদের ভাইদের হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে না পারে তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

মানববন্ধনে নিহত ভ্যান চালক মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে টাকা রোজগার করে পরিবারের মুখে ভাত তুলে দিত। সেই ছেলেকে খুনিরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের সঠিক বিচার চাই।

এসময় বক্তারা আরও বলেন, আমাদের জীবন যেন নিরাপদ হয়’ এটাই আমাদের একমাত্র দাবী আমরা কাজ করে খেতে চাই, মরতে চাই না।

উল্লেখ্য: গত ৬ অক্টোবর মাসুম বিল্লাহ নামে এক চালক মটরভ্যানসহ নিখোঁজ হয়। তারপর ১২ অক্টোবর বিকেলে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা উপজেলার বায়সা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন। এর চারদিন পর মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভ্যানসহ নিখোঁজ হন আব্দুল্লাহ নামে আরোও এক চালক। এরপর মঙ্গলবার ১৪ অক্টোবর শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে স্টিলের বাক্সের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা।